মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপেক্ষমাণ ১১ বিজিবির সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর ইউনিয়নের সীমান্তের আশারতলী  বিজিবির (বিওপি) ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ কাঠ পাচার, সীমান্তের জিরো পয়েন্টে চলাচলে সতর্কতাসহ সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি অপেক্ষমাণ  বিজিবির নায়েব সুবেদার মোঃ হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেম্বার আলী হোসেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার হাসান আলী,আওয়ামীলীগ নেতা মোজাফ্ফর আহাম্মদ প্রমুখ।