নুরুল কবির, বান্দরবান :
বান্দরবান সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলাস্থ কালাঘাটা শিশু পরিবারের মাঠে এতিম নিবাসীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারী শিশু পরিবারের উপতত্ত্বাবধায় সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট সমাজসেবা, সরকারী শিশু পরিবারের ব্যবস্থা কমিটির সদস্য অমল কান্তি দাশ।

অন্যান্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক জহির উদ্দিন বাবর, দুরন্ত স্পোটিং ক্লাবের নেতৃবর্গ, শিশু পরিবারের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় বিভিন্ন ইভেন্ট এ শিশু পরিবারের এতিম নিবাসীদের অংশগ্রহণের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকাল ৩টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে দুরন্ত স্পোটিং ক্লাবের সহযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।