মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের আলীকদম উপজেলায় ৮টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন। বৈদ্যুতি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিকে একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দুই ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ততক্ষণে আবু তালেব, আবচার, বশির ও আবু তাহেরের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে রক্ষিত নগদ টাকা, একটি টমটম গাড়ি, র্ইাচমিলসহ প্রায় ২০লাখ টাকার মালামাল পুড়ে যায়।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান আগুনে ৮টি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।