নুরুল আজিম রিপন ,ঈদগড় :
কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়াঘোনা রেঞ্জের অধীনে ঈদগড়- ঈদগাও সড়কের পানের ছড়া ঢালা এলাকায় ১৪ ফেব্রুয়ারী বিকাল ৪টার সময় দুর্বৃত্তরা বিপুল পরিমান গর্জন মাদার ট্রি ও সেগুন গাছ কেটে নেওয়ার সময় উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, সড়কের পানের ছড়া ঢালায় টহলরত ঈদগড় আর আর এফ,পুলিশের নায়েক মোঃ জিয়া হঠাৎ গাছ কাটার শব্দ শুনতে পেলে সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত জায়গায় অভিযান চালালে দুর্বৃত্তরা প্রায় ২০টি গর্জনও ৫টি সেগুন গাছ ফেলে পালিয়ে যায়। পরে টহল পুলিশের নায়েক মোঃ জিয়া প্রায় ১৫০ফুট গাছ উদ্ধার করে বিষয়টি ঈদগড় বিট কর্মকর্তা ইলিয়াছ হোছাইনকে জানালে বিট কর্মকর্তা ইলিয়াছ উদ্ধারকৃত গাছ তার এলাকায় নয় বলে তিনি সহ গাছ ভোমরিয়া ঘোনা রেঞ্জে হস্তান্তর করেন।এব্যাপারে টহল পুলিশের নায়েক মোঃ জিয়া এই প্রতিবেদককে জানান, আমরা সরকারী চাকরী করি যদিও এটা আমার দায়িত্ব নয় তার পরও সরকারী সম্পদ রক্ষার্থে দুর্বৃত্তদের হাত থেকে গাছ গুলো উদ্ধার করি।যেখান থেকে গাছ উদ্ধার করেছি সেখানে আরো অনেক গাছ রয়েছে যা দুর্বৃত্তরা যেকোন মুহুর্তে কেটে নিয়ে যেতে পারে।তাই বনবিভাগের লোকজন যদি পাহারায় থাকে তাহলে এই সম্পদ রক্ষা করা যাবে বলে মন্তব্য করেন মোঃ জিয়া। এব্যাপারে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তার কাছে মুঠো ফোনে জানতে চাইলে বিষয়টি শুনেছেন তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।