– আলমগীর মাহমুদ
বিষাক্ত পরিবেশে ভালবাসার সাম্রাজ্যে লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসা ছবির জলছাপ এঁকেও ভাগ্যবান বনতে পারেনি `সিবিএন’।কারন একটি, তাকে যে প্রত্যেক দিনই নির্বাচনে দাঁড়াতে হয় জন্মকর্তা অধ্যাপক আকতার চৌধুরীর সাথে !
‘খবর’ পাঠককে বিলি,বন্টন,হালনাগাদের কঠিন কর্মই সিবিএন এর। বিনিময়ে সে পায়নি নিজ নামের উচ্চারণটিও। ভালবাসার ভাগেও পায় না ন্যায্য হিস্যা। সিবিএন এর কোন খবর আলোচনায় আসলেই পাঠকের অবচেতন মনেই বেরিয়ে আসে ‘আকতার চৌধুরীর পত্রিকার খবর নে..?
আকতার চৌধুরীর পত্রিকা হয়েই সিবিএন কাটিয়েছে নয় বসন্ত। ফাগুনের প্রথম প্রহরে সি,বি,এন –সি,বি,এন হতে জন্মপিতা আকতার চৌধুরীর সাথে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় আজ ১৪ ইই ফেব্রুয়ারি /১৮ তে প্রত্যয়ে ‘পা’ রাখছে দশম বর্ষে।
সি,বি,এন এর সাথে পরিচয় :-
অজানা মানুষের সম্মান বেড়ে গেলে সমাজে সে অচল মুদ্রা হয়ে পড়ে। সিঁকি আধুলির মত কাউরে দিলেও নিতে নারাজ বনে।
প্রযুক্তিতে অনাড়ি জীবন। বয়স, সম্মান উঠতি। প্রযুক্তি জ্ঞানীদের কাছে শুনি,”এখন সব অনলাইনে”।
আমাদের সময়ে ‘লাইন’ কথাটা ব্যবহার হত প্রেমপ্রীতির রোমান্টিক শব্দ হিসেবে। মনের মানুষের সাথে কারো মন দেয়া নেয়া হলে সবাই কইত ‘লাইনে পড়েছে’। মুরুব্বীদের সামনে লাইন কথাটার উচ্চারণ আদবহীন আদবহীন ভাবাত। অবসরে মনের ভাবনায় প্রশ্নজাগাত “অনলাইন ” আবার কোন লাইন? ঠিক এমনি সময়ে শুনি আকতার চৌধুরী এই লাইনে একটা পেপার বের করেছে নাম -সি,বি,এন।
সখ্যতায় সি,বি,এন-
মানুষ যদি মানুষের ভালবাসা, গুণের স্বীকৃতি, কর্মের মূল্যায়ন পায় সে অসাধ্য সাধনের শক্তি অর্জন করে।
ভুল শুদ্ধ মিলিয়ে ফেইসবুকে লেখা শুরু করি। একদিন আকতার চৌধুরীর আহবান –
আলমগীর ভাই
সালাম নিবেন। বেশ কিছুদিন ধরে আপনার লেখাগুলো পড়ছি । বেশ সুখ পাঠ্য । আপনার লেখাগুলো ফেসবুক পাঠক ছাড়াও বিভিন্ন গণ মাধ্যমে প্রচার হওয়া উচিত । যদি অনুমতি থাকে কক্সবাজার নিউজ ডটকম সিবিএন এ প্রকাশ করতে চাই । কলাম আকারে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে । সদয় সম্মতির অপেক্ষায় থাকলfম ।
– স্নেহভাজনেষু আকতার চৌধুরী
– ০১৭১১৩১৫১৭১
লেখা সি,বি,এন প্রকাশ করে। পাঠক আমাকে ফোন করা শুরু হয়, জানতে চায়, লিখতে দেরী হলে তলবানা তালাশ করে অনুভবের আমেজে জড়াই সি,বি,এন এর ভালবাসায়।
সি,বি,এন এর ভাললাগা:-
মেধাবীরা গরীব নয়। কথাটির সত্যতা মিলায় সিবিএন এর সৃষ্টিশীল কলম সৈনিকের টপিক নির্বাচনে। “বুকে আশাওয়ালা কলম সৈনিকের মিলনমেলার কাছারিঘর এই সি,বি,এন। আমি এসব কলম সৈনিকের নাম পড়তে পড়তে নামের প্রেমে পড়ে যাই। মরমে ধারন করার মধ্যে একদিন কেউ রিপোর্ট না করলে, অচেতন মনের’ডাক’ ইস…..ইমাম খাইর, শাহেদ মিজান আজ রিপোর্ট করল না..!
পর্যটন রিপোটিং “আলীকদমের ডিম পাহাড় ”
৮ মার্চ নারী দিবসে আকতার চৌধুরীর “তুই আঁরে কিছু কিনি দিবা পাঁল্যা”..মন ছুঁয়েছে…
সবমিলিয়ে সি,বি,এন:-
ইংরেজী গ্রামারে “Among” এবং “Between “এর ব্যবহার শিখতে গিয়ে পড়েছিলাম.. যখন অধিকের মধ্যে তুলনা তখন “Among” বসে। সে “Among” এর পেক্ষাপটে সহযোদ্ধা পোর্টালের বিচারে সি,বি,এন – ‘সেই’…
দুইজনের তুলনায় ” Between ” বসে। Between ” এর পেক্ষাপটে যদি বিচার হয় সিবিএনকে জন্মপিতা আকতার চৌধুরীর সাথে প্রতি্যোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় প্রমাণ করতে হবে..”অধ্যাপক আকতার চৌধুরীর সি,বি,এন নয়। সিবিএন এর আকতার চৌধুরী “।
লেখক:-বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ, উখিয়া কলেজ কক্সবাজার।
alamgir83cox@gmail.com
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।