রেজাউল করিম:
ব্রীজ সংস্কারের অভাবে চলাচলে চরম বিপদে পড়েছে রামু উপজেলার কচ্ছপিয়ার ১নং ওয়াডবাসী।   গত বিএনপি’র আমলে ব্রীজের খুটির কাজ শেষ হলে ও হয়নি উপরের অংশের কাজ। প্রতিবছর গ্রামবাসীরা মিলে ব্রীজটির উপরে কাঠ দিয়ে মেরামত করে কোন রকম পারাপার হয়। কিন্তু কয়েক দিন না যেতে সে কাঠ নষ্ট হয়ে যায়।

জানা গেছে , ১নং ওয়ার্ডে প্রায় ১৪০০ মানুষের বসবাস।  অনেক শিক্ষার্থী আছে এ গ্রামে । তাদের পারাপারে বেশী সমস্যা হয়। বিশেষ করে বর্ষা কালে যখন নদীতে পানি ভরা থাকে তখন অনেক কষ্ট এবং ঝুকিতে পড়তে হয় এলাকাবাসীদের। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান  কে বিষয়টি জানানো হলে ও তারা কোন পদক্ষেপ নেয়নি।বর্তমানে ব্রীজটির অবস্থা নাজুক। পারাপার করার মত কোন অবস্থা নেই।

স্থানীয় লোকজন জানান, তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে এবং  শ্রম দিয়ে ব্রীজটি মেরামত করেন। কিন্তু তা বেশিদিন থাকে না। এতে ও ছোট বাচ্চা এবং মহিলাদের পারাপারে অনেক অসুবিধা হয়। সবার মনে একটাই প্রশ্ন , ব্রীজটি কি কখনো ঠিক হবে না?

এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা ।