ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল করিম (২৮) নামের এক দিনমজুরের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। আহত দিনমজুর বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকার মৃত হোছাইন আহমদের ছেলে।

বুধবার (১৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের আন্নর আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন।

আহতের ভাই মাহমুদুল করিম বলেন, সন্ধ্যায় বাড়ী ফেরার পথে একই এলাকার মৃত মোজাহার মিয়া ছেলে বদি আলম, মৃত বুজরুক মিয়ার ছেলে ইসলাম নেতৃত্বে ৫-৬জন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইয়ের হামলা চালায়। তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা পঞ্চাশ হাজার ও একটি মোবাইল ফোনসেট লু করে।

এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি কেউ থানায় জানায় নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।