মুুহিববুল্লাহ মুহিব

বিশ্বায়নের এই জুগে মানুষের হাতে একেবারেই সময় নেই বললে চলে। নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন। আমার পর্যটন নগরী কক্সবাজার থেকে পরিচালিত এই অনলাইন নিউজ পোর্টালটি মাথা উচু করে দাড়িয়েছে। আর আমাদের নিয়ে গেছে সারাদেশ ও বিশে^র কাছে। তা নিয়ে অবশ্যই আমরা গর্বিত। আমরা কৃতজ্ঞ।
আজ আমাদের সিবিএন ১০ বছর পার করেছে। বর্তমানে যেভাবে সিবিএন সারা বিশে^ জানান দিয়ে আসছে তার কার্যক্রমের তেমনি আগামীতেও আমাদের সিবিএন এক অনন্য উচ্চতায় পৌছাবে।
আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের সিবিএন একটি অনলাইন সংবাদ মাধ্যমের যেই পাঠকের বিশ^াস যোগ্যতা অর্জনের প্রয়োজন তাও পেরিয়ে গেছে। সিবিএন’র পাঠক এখন লাখ ছাড়িয়েছে। যা দেশের মফস্বল শহরের অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে অনন্য। সিবিএন’র ফেসবুক লাইক এখন দেড় লাখের বেশী। যা দেশের প্রথম সারীর অনলাইন পোর্টালগুলোর কাছাকাছি। আমার মফস্বল শহরে এমন একটি নিউজপোর্টাল নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি।
যখন প্রিন্ট মিডিয়া নিয়ে এখনো আঁকড়ে থাকা মালিকগণ নতুন করে ভাবতে শুরু করেছেন। অবস্থা বেগতিক বুঝে আপাতত এই কাতারে শামিল হয়েছেন তাদের অনেকেই। টিকে থাকার চেষ্টার অংশ হিসেবে প্রিন্ট মিডিয়ার মালিকগণ অফ লাইনের পাশাপাশি অনলাইন সংস্করণও চালু এবং এটার ওপর জোর দিতে শুরু করেছেন। তেমনি আগামী দিনে আমাদের সিবিএন শুধু কক্সবাজার নয় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিবে।
পাঠক এখন পত্রিকার পাতা উল্টানোর পরিবর্তে মোবাইলে ক্লিক করেই ঢুকে পড়ছে নিউজ পোর্টালগুলোতে। এই তো কয়েক বছর আগেও প্রিন্ট মিডিয়া ছিল অনেকটাই নিউজ-নির্ভর। নিউজ পোর্টালগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকায় পাঠক ধরে রাখার জন্য প্রিন্ট মিডিয়াকে এখন নতুন কিছু দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে।
সিবিএনের সম্পাদক আকতার চৌধুরী ও চীফ রিপোর্টারের দায়িত্বে থাকা আমার প্রিয় সহকর্মী শাহেদ মিজান যেভাবে কাজ করে চলেছে আগামীতে আরও ভাল কিছু উপহার দিবে আমাদের সিবিএন সেই প্রার্থনা রইলো।

লেখক:- রিপোর্টার, দৈনিক কক্সবাজার।