চীফ রিপোর্টার, সিবিএন:
মহেশখালীতে আদিনাথ মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। সকাল সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা বেলুন ব্যবসায়ী স্বামী-স্ত্রী এবং তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৪৫ বলে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের একজন সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামের রতন দাশের পুত্র, অপর দুই জন মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়া ও আদিনাথ ঠাকুরতলার বাসিন্দা। বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ। বিস্ফোরণে নিহত বেলুন বিক্রেতা নারী পুরুষ দুজনেই প্রাথমিক ভাবে হিন্দু ধর্মীয় লোক বলে সনাক্ত হলেও তাদের কোন পরিচয় এখনো নিশ্চিৎ করতে পারেনি মহেশখালী থানা পুলিশ। নিহত মহিলার চেহারা ও শরীরের কিছু অংশ দেখা গেলেও নিহত পুরুষের শারীরিক চিহ্ন পাওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।