প্রেস বিজ্ঞপ্তি॥

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, বর্ষার আগেই মহেশখালী ও কুতুবদিয়ায় চলমান বেড়ীবাধ নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। না হয় বর্ষার সময় আবারো সমস্যার মোকবেলা করতে হবে মহেশখালী কুতুবদিয়ার মানুষকে। তিনি বলেন, সিসি ব্লকের মাধ্যমে অভিলম্বে অবশিষ্ট বেড়াবাধও দ্রুত নির্মান করতে হবে।

জাতীয় সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপ্রতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহেশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছেন এতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এতে নিয়োগ পেতে স্থানীয়দের দক্ষ করে গড়ে তোলার জন্য অভিলম্বে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।

লবণের মুল্য স্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এমপি আশেক বলেন, বিগত সময়ে জামায়াত বিএনপির লোকজন চোরাকারবারের মাধ্যমে দেশ থেকে সার পাচার করে মিয়ানমার থেকে লবন এনে এই লবণ শিল্পকে ধংস করে দিয়েছিল। বর্তমানে লবণ আমদানী বন্ধ হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে। মহেশখালীতে যেভাবে বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এতে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন করা প্রয়োজন। অভিলম্বে জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর করতে অনতিবিলম্বে একটি ফেরী সার্ভিস চালু করা প্রয়োজন।

মহেশখালীতে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়িত হলে মহেশেখালী দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখবে জানিয়ে তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকার জমির ক্ষতিপুরণ মূল্য পুনঃনির্ধারণ করেছে। তিনি বক্তব্যে মহামান্য রাষট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আশেক উল্লাহ রফিক এমপি।