প্রেস বিজ্ঞপ্তি :

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আলহাজ্ব সরওয়ার আলমগীর, মাঈনুদ্দিন মাহমুবদ, yফিরোজ আহমেদ, আবু জাফর চৌধুরী, নিজামুল হক তপন, আজমত আলী বাহাদুর, কামাল মেম্বার, মোহাম্মদ ইসমাইল, শফিউজ্জামান, হাবিবুর রহমান, সাদেক হোসেন, মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জহির উদ্দিন বাবলু, আবু বকর সোহেল, যুবদল নেতা ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক, এস.এম. ইউসুফ, গিয়াস চেয়ারম্যান, ইউসুফ তালুকদার, হাজী ইলিয়াছ, কমলেন্দু শীল, কবি নুরুন্নবী, এম.শাহজান শাহিল, হাসান তালুকদার, জানে আলম, রহিম উদ্দিন রাজু, জাকের, লোকমান, রশিদ, রোকন উদ্দিন, শাহিন, ফারুক, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, এহসান উল্লাহ, সাজ্জাদ হোসেন,আলাউদ্দিন ছাত্রদল নেতা ফোরকান চৌধুরী, এস.এম রাশেদ, সোয়েব হাসান, আরিফুল ইসলাম, শওকত আলম, রায়হান, মুরাদ, জাহেদ, এম জি কিবরিয়া, ইলিয়াছ, লিমন চৌধুরী বাপ্পা, আজগর, বিপুল খান, সোহেল, রুবেল, আকবর, রাশেদ প্রমুখ।

মানববন্ধনে সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, বেগম জিয়া আপোষহীন নেত্রী স্বৈরাচারের কাছে অতীতেও মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচন করার ষড়যন্ত্র বাংলাদেশ জনগণ মেনে নেবে না। তিনিস আরো বলেন, মুক্ত বেগম জিয়ার চেয়ে বন্ধী বেগম জিয়া অনেক শক্তিশালী।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বার প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের জনগণ বিশ্বাস করেন যদি সুষ্ঠু নির্বাচন হতো এখনো তিনিই থাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবাই নির্বাচনে হেরেছে কিন্তু বেগম জিয়া কোন নির্বাচনে হারেনি। এই রকম জনপ্রিয় একজন নেত্রীকে ৭৩ বছর বয়সে রাখা হয়েছে পরিত্যাক্ত জেলখানায়। তাঁকে দেয়া হয়েছে সাধারণ কয়েদীর পোশাক ও খাবার। এতো রাগ-ক্ষোভ-প্রতিহিংসা যার বিরুদ্ধে তার বিচারে যে সরকার হস্তক্ষেপ করেনি বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? তিনি আরো বলেন, বেগম জিয়াকে আসন্ন সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই এই ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগন হাসিনা মার্কা অবৈধ কোর্টের অবৈধ রায় প্রত্যাখান করেছে। বেগম খালেদা জিয়া ব্যথিত বাংলার বুকে কোন হঠকারি নির্বাচন হতে দেওয়া হবে না। অচিরেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগন এই হায়েনার সরকারের পতন ঘটাবে এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে দেশের সাধারন মানুষের মুখে হাসি ফুটাবে।