সংবাদ বিজ্ঞপ্তি:
সাংবাদিক জসিম ছিদ্দিকীর বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের ঝাউতলা জামে মসজিদ সংলগ্ন ছমিলা মনজিলের ৫ম তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ সাংবাদিক জসিম ছিদ্দিকী জানান, হঠাৎ করে বাসায় কেউ না থাকার সুবাদে পরিকল্পিতভাবে চিহ্নিত একদল দুর্ধর্ষ রোহিঙ্গা চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, বাসায় যা ছিলো সব কিছু নিয়ে গেছে চোরের দল। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।