জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার(২৭)কে ১৩ ফেব্রুয়ারি বিকেলে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
জানা যায়, লোহাগাড়া থানা পুলিশের এসআই মুফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আমিরাবাদ আলুরঘাট রোডস্থ এলাকা হতে আবছারকে আটক করে। আবছার ৬ ফেব্রুয়ারী গাড়ি ভাংচুর ও নাশকতার পরিকল্পনার দ্রুত বিচার মামলার এজহার নামীয় আসামী।
লোহাগাড়া থানার এসআই মুফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবছারকে আটক করেছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
আটক আবছার বলেন, সে লোহাগাড়া উপজেলার ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে চাকুরী করেন। সেখান হতে ফেরার পথে পুলিশ তাকে আটক করে। তিনি আরো বলেন, মামলার ব্যাপারে সে কিছুই জানেন না।
লোহাগাড়ায় ছাত্রদল নেতা আবছার আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।