নিজস্ব প্রতিবেদক :
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদ ১২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রথম ফিস একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন। সচিব রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌছালে জেনারেল ম্যানেজার কাজী নিজামুল ইসলাম ও ম্যানেজার শাহেদুজ্জামান শাহীন তাঁকে অভ্যর্থনা জানান।
তিনি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড একুরিয়াম, লাইভ ফিস রেস্টুরেন্ট, গেম জোন ঘুরে দেখেন এবং থ্রিডি মুভি উপভোগ করেন এবং এর উচ্ছসিত প্রশংসা করেন। তিনি বেসরকারী উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারে বড় পরিসরে এধরনের চমৎকার একুরিয়াম প্রতিষ্ঠা করায় উদ্যোক্তা সফিকুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন দেশের ছাত্রছাত্রীসহ সকল মানুষের পাশাপাশি বিদেশীদের কাছেও এটি ব্যাপক জনপ্রিয় হবে। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিদর্শনকালে তাঁর সাথে কক্সবাজার পর্যটন হোটেল শৈবাল এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।