শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও-ইসলামাবাদের তিন মাদক সেবীকে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ ফেব্রুয়ারী দুপুরে তাদের সাজা দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।দন্ডপ্রাপ্তরা হল ইসালামাবাদ খোদাইবাড়ী এলাকার ইসমাইলের পুত্র নুরুল আলম(২৭), ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া এলাকার আবদু রশিদের পুত্র ইলিয়াস (৩৫) ও খোদাইবাড়ীর মৃত ইদ্রিসের পুত্র জাফর আলম প্রকাশ খোরশেদ।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নছিমুদ্দীন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঈদগাঁও দরগাহ পাড়া এলাকায় মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় ৭ ফিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।পরে আটককৃতদের কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোঃ নোমান হোসেনের আদালতে সোপর্দ করা হলে মাদক সেবনে জড়িত থাকার দায় স্বীকার করলে নুরুল আলম ও ইলিয়াসকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড এবং খোরশেদকে ২ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়। একইদিন দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয় বলে অভিযানকারী কর্মকর্তা নছিমুদ্দিন জানায়।