ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারী। আগামীকাল (১৪ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র গ্রহণ ও জমার দিন। গত ৮ ফেব্রুয়ারি তফসীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহজাহান।

তফসিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ২ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়া দেয়া হবে। ১৫ ফেব্রুয়ারি বেলা ১ টা থেকে ২ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জেলা বার প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতো দুই প্যানেল থেকে ১৭ জন করে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা। আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, পাঠাগার সম্পাদক পদে ১ জন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন এবং সদস্য পদে ৯ জন নির্বাচিত হবেন। এবারের ভোটার সংখ্যা ৬৩২। গতবারের ভোটার সংখ্যা ছিল ৬৫২।

এদিকে আর মাত্র ১০ দিন পর জেলা বারের নির্বাচন। অন্যান্য বছর তফসীল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা চোখে পড়লেও এবছর কোন প্রার্থীর তেমন তৎপরতা এখনো চোখে পড়েনি। চির প্রতিদ্বন্দ্বি কোন প্যানেলই প্রার্থীতা নিশ্চিত করতে পারেনি। প্রার্থীতা নিয়ে হিমশিম খাচ্ছে নীতি নির্ধারকেরা। এমনকি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে প্রার্থী হচ্ছে,তাও নিশ্চিত হয়নি। তবে, আজকেই উভয় জোটের প্রার্থী ফাইনাল হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এডভোকেট হাবীবুর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট সেলিম নেওয়াজের নাম শুনা গেছে।

সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রর্থী হিসেবে বর্তমান সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, এডভোকেট মোস্তাইজুজ্জামান ওয়াকার, এডভোকেট ইকবালুর রশীদ আমীনের আলোচনায় উঠেছে।

অন্যদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলের সভাপতি পদে কেউ নির্বাচন করতে আগ্রহ দেখায়নি। এরপরও সাধারণ ভোটারদের মুখে বেশ কয়েকজন প্রার্থীর নাম উঠে আসে। তারা হলেন- এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট আবুল আলা, এডভোকেট মো. আখতার উদ্দিন হেলালী, এডভোকেট নুরুল মোরশেদ আমিন, এডভোকেট সব্বির আহমদ। এই প্যানেলের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট মো. আবদুল মান্নানের নাম অনেকটা ফাইনাল। তবে, এডভোকেট তৌহিদুল আনোয়ারের নামও শুনা যাচ্ছে। সব প্রার্থী চূড়ান্ত হবে আজ।

উল্লেখ্য, গত বছর জেলা বারের নির্বাচন ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদসহ মোট ৬ পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয় হয়েছে। তিনটি সম্পাদকীয় পদসহ ১১ পদে জয়ী হন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল।