কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় শক্তিশালী বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীকে ১১১ রানে হারিয়ে টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়। গতকাল কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয় ৫০ ওভারে ২৮২ রান সংগ্রহ করে। পরে জয়ের লক্ষ্যে ২৮৩ রান সংগ্রহ করতে নেমে ৪০ ওভার ৫ বলে সব ইউকেট হারিয়ে ১৭১ রানে গুটিয়ে যায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী। এতে ১১১ রানে জয়ি হয় পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয় গতবারের স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে পরে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিল। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, প্রাইম ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার এজেএম ইকবাল, এ সময় উপস্থিত ছিলেন ডিএসএ ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন,সদস্য রতন দাশ, ওমর ফারুক ফরহাদ,খালেদ মোঃআজম বিপ্লব,আলী রেজা তসলিম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।