সালাম কাকলীঃ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে চুরি হয়ে যাওয়া লাখ টাকার মালামাল আজগর বহদ্দারের বাড়ি থেকে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়ি ওয়ালা পালিয়ে বেড়াচ্ছে।

মাতারবাড়ি ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারী রাতে আবদুল্লাহ আল কনট্রাকশনের মালখানা থেকে কে বা কারা ১ লাখ টাকা মূল্যের পিতলের ওয়ারিং চুরি করে নিয়ে যায়। এ নিয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্পে হৈ-চৈ পড়ে গেলে স্থানীয় লোকজন ও পুলিশ উক্ত ওয়ারিং উদ্ধার করতে তৎপরতা চালায়। এক পর্যায়ে পরদিন সকালে মাতারবাড়ি ক্যাম্প পুলিশের এএসআই রোকন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাইরার ডেইল গ্রামের আজগর বহদ্দারের বাড়ি থেকে উক্ত চোরাই মালামাল উদ্ধার করে ৯ নং ওয়ার্ড আ’লীগের অফিসে জমা দেয়। এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা আজগর বহদ্দার পালিয়ে বেড়াচ্ছে। এদিকে এএসআই রোকন উদ্দিনের থেকে জানতে চাইলে তিনি জানান, লোকজনের সহযোগীতায় চোরাই মালামাল জব্দ করে ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলামের মাধ্যমে আ’লীগের অফিসে জমা রাখা হয়েছে। তবে এখনো ঠিকাদার কর্তৃপক্ষ মামলা করেনি।