শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ইসলামাবাদে নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করবেন বুধবার (১৪ ফেব্রুয়ারী। এদিন ছোট্ট পরিসরে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রবেশ করবেন বলে জানান ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া। তিনি বলেন এটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান। আগামী দুয়েক মাসের মধ্যে মন্ত্রী অথবা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তার হাত দিয়ে সুরম্য ভবনটি ঝাঁকজমক উদ্ভোধন হবে। জানা যায়, সদর উপজেলার বিপুল জনসংখ্যা অধ্যুষিত বৃহত্তর ঈদগাঁওর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত হয়েছিল পুলিশ ফাঁড়ি। পর্যায়ক্রমে এটি তদন্ত কেন্দ্রে রূপ নেয়। দেড় যুগ ধরে বাজারের ডিসি সড়কে অবস্থিত ঈদগাঁও ইউনিয়ন পরিষদে জমির উপর অস্থায়ী কয়েকটি জরাজীর্ণ রুম নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করে আসছিল। ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের দাবী নিজস্ব জায়গার উপর তদন্ত কেন্দ্র স্থাপিত হওয়ায় সাধুবাদ জানায় সংশ্লিষ্টদের। ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ইসলামাবাদ তেতুলতলিতে ৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি স্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদার দীপঙ্কর জানান, বিগত এক বছর পূর্ব থেকে আধুনিক সুবিধা সম্বলিত চোখ ধাঁধানো বহুতল ভবনের নির্মাণ কাজ চালিয়ে আসছিল। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়রা জানায় তদন্ত কেন্দ্রটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে জনগণকে সেবা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে প্রশাসন ও জনগণ উপকৃত হবে। গতি ফিরে আসবে প্রশাসনের। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার প্রকল্পটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র নতুন ভবনে যাচ্ছে বুধবার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।