আব্দুস সালাম,টেকনাফ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

টেকনাফ বাসষ্টেশনস্থ মহাসড়কে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির উপদেষ্টা হাসান আহমদ কাউন্সিলর, সিঃ সহ-সভাপতি আক্তার হোসেন বাবলু,জেলা বিএনপির সদস্যদ্বয় শাহদাত হোসেন, মোঃ আব্দুল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,পৌর যুবদলের যুগ্ন আহবায়কদ্বয় বাচা মিয়া,আব্দুস শুক্কুর,পৌর শ্রমিকদলেরর আহবায়ক নুরুল ইসলাম ধইল্লা,যুগ্ন আহবায়ক মোঃ হোছন,জেলা ছাত্রদলের সহ- সভাপিত আব্দুল্লাহ- আল-মামুন,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ,কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দিন,পৌর ছাত্রদলের সদস্য সচিব তৌহিদ,যুগ্ন আহবায়ক মুন্না,রহমত প্রমুখ। মানববন্ধনে বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও মৎস্যজীবিদলের নেতা কর্মীরা অংশ নেন।