মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় গুড় তৈরির মেশিনে কাজ করতে গিয়ে ছিঁড়ে গেল মো. রুবেল (২৫) নামের এক যুবকের হাত। সোমবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল ইব্রাহিম লিডার পাড়ার বাসিন্দা আহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির আঙ্গিনায় গুডের মেশিনে কাজ করছিল রুবেল। এ সময় অসাবধানতার বশত রুবেলের ডান হাত মেশিনের ভিতরে হাত ঢুকে গেলে কবজির উপরের অংশ ছিঁড়ে যায়। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।