নুরুল কবির,বান্দরবান :
দীর্ঘ ভোগান্তির পর অবশেষে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে ৩কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিলক খালের উপর গার্ডার ব্রিজের অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তি প্রস্তার স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ৬০ মিটার আর.সি.সি গার্ডার ব্রীজটির কাজ সম্পন্ন হবে। সোমবার সকালে ফলক উম্মোচনের মাধ্যমে কাজের ভিত্তি প্রস্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু, তিংতিং ম্যা, সদস্য ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা। কুয়ালং ছাউপাড়া শিলক খালের উপর ব্রীজটির কাজ সম্পন্ন হলে শিলক খালের ওপারে রিনিংপাড়ার শত শত মানুষ উন্নত যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হবে। কৃষি পন্য পরিবহণসহ এলাকার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দূর্ভোগ কমে যাবে। পরে প্রতিমন্ত্রী ২০লক্ষ টাকা ব্যয়ে ছাউপাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।