সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার (১২ ফেব্রুয়ারি) উখিয়া সদর, মরিচ্যা বাজার, ধুরুংখালী, সোনারপাড়া, মনখালী, পালংখালী, রত্নাপালং, চকবৈঠায় স্বতঃস্ফূর্ত মানববন্ধন পালিত হয়।
সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মানববন্ধনে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিল।
উপজেলাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও মৎস্যজীবিদলের নেতা কর্মীরা অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।