বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের নিকটবর্তী গহীন অরণ্য থেকে একটি বিরল প্রজাতির মেছো বাঘ ও তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে স্থানীয় একটি পাচারকারী চক্র ওইসব বন্যপ্রাণী ধরে পাচারের চেষ্টাকালে ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে পাচারকারীরা বন্যপ্রাণীগুলো সংগঠনের কর্মীদের দিয়ে কৌশলে সটকে পড়ে। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর চেয়ারম্যান আ জ ম মোয়াজ্জেম হোসেন রিযাদ বলেন, আজ ভোরে বনে খাবার সংগ্রহে বের হলে ফাঁদ পেতে মেছো বাঘটি ও তার তিন শাবককে ধরে ফেলে স্থানীয় একটু অসাধু চক্র। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সায়েম সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ব্যাপক তর্কবিতর্কের পর পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এলাকাবাসীর সহায়তায় সেভ দ্যা নেচার নেতৃবৃন্দকে মেছো বাঘ ও শাবকগুলো দেয়া হয়।
পরে বন্যপ্রানীগুলো কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবিরের অধীনে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মোস্তফার নিকট হস্তান্তর করে সংগঠনটির কর্মীরা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির মেছো বাঘ ও শাবক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে উদ্ধার করা বন্যপ্রানীগুলো বন বিভাগের তত্বাবধানে রয়েছে।