মোঃ জয়নাল আবেদীন টুক্ক, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার ঐতিহ্যবাহী গর্জনিয়া বাজার এলাকায় যানবাহন রাখার কোনো স্থান বা টার্মিনাল না থাকায় জনগণের দূর্ভোগ চরম আকার ধারন করেছে।
জানা যায়, জেলার কাচাঁ বাজার ও বন সম্পদের জন্য এ বাজারের খ্যাতি দীর্ঘ দুইশত বছরের। এখানে মূলত দুই লক্ষ মানুষের পদচারণা ঘটে। সপ্তাহে দুই দিন হাঁট বসে এখানে। বৃহস্পতি ও সোমবার দুদিনের হাটে জমায়েত হয় প্রায় ৩০/৩৫ হাজারের মত মানুষ। এখানে বাঁশ, গাছ, কলা, বাদাম, কুল, গরু ছাগল, হাস-মুরগি, তরী-তরকারি, মাংস, লবণ, পান, তরমুজ সহ বিভিন্ন পদের আলাদা আলাদা পাইকারী ও খুচরা বাজার বসে। এছাড়াও গর্জনিয়া বাজারটির সাথে যানবাহন সড়কের সংযোগ চতুর্মুখী হওয়ার কারণে ব্যবসায়ী স্থানীয় দোকানদার ও জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, রামু, নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া বাজার সড়ক, রামু সড়ক দিয়ে নাইক্ষ্যংছড়ি পার হয়ে গর্জনিয়া বাজারে এসে দাঁড়ায় জীপ, শর্টবডি, ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিক্সা, টমটমসহ অন্যান্য যানবাহন। একই সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-গর্জনিয়া সড়ক দিয়ে বাঁকখালী নদীর তীরস্থ খালেকুজ্জামান সেতু পার হয়ে জীপ, শর্টবডি, ট্রাক, পিকআপ, সি এন জি টমটম,মোটরবাইকসহ অন্যান্য যানবাহন এসে দাঁড়ায় গর্জনিয়া বাজারে। কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা, বড় জামছড়ি ও ছোট জামছড়ির সড়ক দিয়ে চলাচলকারী ছোট, বড় যানবাহনগুলোও গর্জনিয়া বাজারে এসে দাঁড়ায়। চারটি প্রধান সড়কে প্রায় শত শত বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করে আসছে। তাই প্রতিনিয়ত বাজার এলাকায় যানজটের করণে অতিষ্ঠ হয়ে উঠেছে এসব এলাকার জনপাদ। ঐ সকল যানবাহনের জন্য কোন স্টেশন না থাকায় গাড়ীগুলো রাস্তা পাশে দোকানের সামনে দাঁড়ানোর ফলে এ গ্রামীণ সড়কেও যানজটের সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়াও ছোট বড় ব্যবসায়ীরা যানবাহন গুলোর যত্রতত্র স্ট্যান্ড করার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ধরনের গাড়ি পার্কিং করার কারণে এখানে ঝগড়া-বিবাদ, কথা কাটাকাটি, মারামারি এখন নিত্যদিনের ঘটনা। এ বিষয় নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হলেও এখানে কোন স্টেশন বা টার্মিনাল নির্মাণের কোনো উদ্যোগ কেউ নেয়নি।
স্থানীয় মেম্বার নুরুল আবছার জানান, কয়দিন আগে স্থানীয় চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান, গর্জনিয়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ কাজী আরিফ উদ্দিন ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেলের নেতৃত্বে দুই এক দিন যানজট মুক্ত হইলেও অবৈধ, অদক্ষ চালকরা স্থানীয় প্রশাসনের নির্দেশকে অপেক্ষা করে যত্রতত্র গাড়ী রেখে এ সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়ায় অবৈধ যানবাহন ও যানজট নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা সাভায় ও নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির এক সভায় ব্যাপক আলোচনা হয়। কিন্তুু কাজের কাজ কিছু হয়নি। স্থানীয়রা অবৈধ গাড়ী ও চালকদের অদক্ষতাকে দায়ী করছে। এমতাবস্থায়,যানজট মুক্ত করতে গর্জনিয়া কচ্ছপিয়ার সকল শ্রেণীর মানুষের প্রাণের দাবি পূরণ করার জন্য কক্সবাজার সদর রামু-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সহ সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।