নুরুল কবির, বান্দরবান :
বান্দরবানের সদর উপজেলার রেইছায় দৃষ্টিনন্দন শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর’সহ দুটি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজগুলোর ফলক উন্মোচন করেন।
কাজগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে রেইছা বাজারে দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ লাখ টাকা ব্যয়ে প্রাইমারী প্রশিক্ষণ ইনষ্টিটিউট (পিটিআই) সামনে নির্মিত আকর্ষণীয় যাত্রী ছাউনি।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,ইউপি চেয়ারম্যান সাবুখয় মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পর্যটন শহর বান্দরবানের প্রবেশ পথে রেইছায় ৪০ ফুট বাই ২৫ ফুট জায়গার মধ্যে দৃষ্টিদনন্দন শহীদ মিনারটি নির্মিত হবে। এটি হবে বান্দরবানের একটি প্রতিচ্ছবি। বেড়াতে আসা পর্যটকদের কাছেও এটি আকর্ষণীয় দেখার মত হবে। মন্ত্রী বলেন, উন্নয়নের কোনো বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারায় বিশ্বাসী।