শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
ছেলের অপরাধে বাবাকে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কামরুল ইসলাম রুবেলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১৯।
১০ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার চৌফলদন্ডী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছৈয়দ নূর।
এর আগে শুক্রবার ৯ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল হিন্দু পাড়ায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায় ছৈয়দ নূরের সৌদি আরবে অবস্থানরত ছেলে হারুনর রশিদ। এতে ক্ষিপ্ত হয়ে হারুনর রশিদকে না পেয়ে তার বাবার ওপর নির্যাতন চালায় রুবেল ও তার স্বজনরা। এসময় নির্যাতনের ছবি ফেসবুকে আপলোড করেন তারা। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, উদ্দেশ্যে প্রণোদিতভাবে মারধর ও বেঁধে রেখে নির্যাতনের দায়ে অভিযুক্ত রুবেলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
চৌফলদন্ডীতে সৈনিকলীগ নেতাকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।