সংবাদদাতা:
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের একনিষ্ঠ কর্মি নাজমুন নাহার নিঝুম এবং তার পুরো পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী দুপুরে সংগঠনের সভাপতি কাজী তামজিদ পাশার সভিপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, সদর ছাত্রলীগের সাধারন সম্পাদক মুন্না চৌধুরী, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, পলিটেকনিট কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক রাজু , স্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ সিকদার বাবু, সাধারণ সম্পাদক নোবেল।
এ সময় বক্তারা বলেন, নিঝুমের ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারী দেন বক্তারা। এতে সদর ছাত্রলীগের তৌহিদ, সাদেক, সোহেল , খালেক, বাদশা, নাহিয়ানসহ বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।