সিবিএন:
কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক ম্যাটারনাল হেলথ ও ফিস্টুলা বিষয়ক ২দিন ব্যাপি সম্মেলন। শনিবার সকাল সাড়ে ৮টায় এই সম্মেলন শুরু হয়। কক্সবাজার শহরের বিলাসবহুল হোটেল লংবীচ’র সম্মেলন কক্ষে এই আন্তর্জাতিক সম্মেলন চলছে। এটি হোপ ফাউন্ডেশনের আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন।

হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতিখার মাহমুদ মিনার জানান, দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে ৬০ জন বিদেশী চিকিৎসক, বাংলাদেশী স্বনামধন্য চিকিৎসক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কর্মকর্তারা মাতৃস্বাস্থ্য ও ফিস্টুলা বিষয়ে তাদের গুরুপ্তপূর্ণ বক্তব্য তুলে ধরবেন। সম্মেলনে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ৪০০ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন।