প্রেস বিজ্ঞপ্তিঃ
ঐতিহ্যবাহী টেকনাফ নতুন পল্লান পাড়া ‘ইসলামী সমাজ কল্যাণ সংসদ’র উদ্যোগে আগামী ১৩ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কোর আন মাহফিল উদযাপন উপলক্ষ্যে গতকাল বাদে এশা ছুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মাহফিল উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মাহফিল উদযাপন কমিটির সমন্বয়ক এবং মাদ্রাসা সেক্রেটারি ব্যাংকার জহির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে -ব্যাংকার মাওঃ ফরিদুল আলম, প্রবাসী মুহাম্মদ শাহ জাহান, সাবেক মেম্বার শহীদুল ইসলাম, ব্যাংকার হারুনুর রশিদ, আরিফ উল্লাহ, মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন, মাদ্রসা সুপার কাজী ফোরকান, জাকের হোসাইন,এনডিসিএস সদস্য জাহাংগীর আলম, দেলোয়ার হোসাইন, কবির আহমদ, তাসলিম উদ্দীন,শফিকুল ইসলাম, নুরুল আমিন, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, মাহবুবুল আলম ও আব্দুস শাকুর আনোয়ার ড্রাইভার প্রমুখ । উক্ত সভায় মাহফিল সফল করার লক্ষ্যে সকল উপস্থিতিরর পরামর্শক্রমে প্রচার, আপ্যায়ন, শৃংখলা ও ডেকোরেশন বিভাগের সমন্বয়ে পঞ্চাশ জন সদস্যের শক্তিশালী একটি এন্তেজামিয়া কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, আমগামী ১৩ই ফেব্রুয়ারীর তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী ঢাকা, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কুর আন প্রতিযোগিতা সংস্থা(ইক্বরা)’র সহ-সভাপতি ক্বারী মাওলানা শাঈখ আহমদ বিন ইউছুফ আল আযহারী। এতে ধর্ম প্রাণ সকলকে দ্বীনি দাওয়াত জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।