হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি :

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে ঘিরে সহিংস ঘটনা এড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামুর গর্জনিয়া কচ্ছপিয়াতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওই সব এলfকার বিএনপি জামায়াতের সকল শ্রেনীর নেতা কর্মী গ্রেপ্তার আতংকে রয়েছে বলে জানান একাধিক সুত্র। এলেকার সাধারন মানুষের দাবী প্রশাসন যেন কোন নিরীহ মানুষ কে গ্রেপ্তার করে হয়রানী না করে।বৃহষ্পতিবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া ও কচ্ছপিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ আওয়ামীলীগ ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সড়কে ও পাড়া মহল্লায় বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। সকাল থেকে ওই সব এলেকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তবে আতংকের কারণে গর্জনিয়া বাজারে লোকজনের ভীড় তেমন একটা লক্ষ্য করা যায়নি, জেলা শহর থেকে চলাচল করা গাড়ির সংখ্যাও ছিল কম।

গর্জনিয়া পুলিশ ফাড়ির আইসি পরিদর্শক কাজি আরিফ উদ্দিন বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার গুরুত্বপূণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর আছি।