শফিক আহমেদ সাজীব : বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা চট্টগ্রাম অফিসের ক্যামেরাপার্সন ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

গতকাল ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার দুপুরবেলায় নগরীর জামাল খান এস এস খালেদ সড়ক হয়ে রিকশা যোগে অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

ফরিদ বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ নুরুল হক জানান মাথায় আঘাত পাওয়ার কারনে সামান্য সমস্যা ছিল তবে এখন আশংকা মুক্ত চিন্তার কোন কারন নাই।

ফরিদের দ্রুত আরোগ্য কামনা করে শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, রনি দাশ, সাধারণ সম্পাদক শামশুল আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, নির্বাহী সদস্য এমরাউল কায়েস মিঠু, হাসান উল্ল্যাহ, আহাদুল ইসলাম বাবু।