ফরিদুল অালম দেওয়ান, মহেশখালী:
খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে মহেশখালীতে দুই ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা নাজিম উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা নুরুল হক।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত ৫ দিনের চলমান বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই ইউপি চেয়ারম্যানসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় নিয়মিত মামলা ও গোয়েন্দা সুত্রের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
৭ ফেব্রুয়ারি বিকালে মহেশখালী পৌর এলাকা থেকে সাবেক চেয়ারম্যান নাজেম উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান নুরুল হককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে দাঢেরকৃত নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি।
অপরদিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া থেকে বিএনপি ক্যাডার কামরুজ্জামান, পোরসভার জামাত কর্মী মৌঃ হাসেম ও কুতুবজোমের তাজিয়া কাটা অাদর্শ গ্রাম থেকে রিয়াজুল করিম নামের অপর বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। এমনিয়ে গত ৫দিনে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার এস,অাই সজীব দত্ত ।