প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত, রামুর কৃতিপুরুষ প্রয়াত ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মীনী বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী গত ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৫মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে পরলোক গমন করেন।
বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর মৃত্যুতে তাঁর পারলৌকিক সদগতি কামনা করে পুণ্যদান করেন কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ।
পরিষদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এবং নিরাহংকারী এক অনুসরণীয় নারী। জাত, ধর্ম এবং ভেদাভেদের সীমারেখা না টেনে তিনি আজীবন সবার সাথে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান করে গেছেন। এই অঞ্চলের বৌদ্ধদের সাথেও তাঁর অসাধারণ যোগাযোগ ছিল। তাঁর মৃত্যুতে কেবল তাঁর পরিবার নয়, এই অঞ্চলের আপামর জনসাধারণের ক্ষতি হয়েছে।
বিবৃতিতে প্রয়াতার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।