জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সেখানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামী রয়েছে।
৬ ফেব্রুয়ারী রাতে লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহানের নেতৃত্বে অভিযান পারিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: জাকারিয়া (৪০), রুহুল আমীন (৩৯), আবুল কাশেম (৩৭), মো: নাজিম উদ্দিন (৩৭), মো: ইলিযাছ (২২), মো: ইসমাঈল (৪০), মো: হাসান (৩০), মহিউদ্দিন (৩৮), মো: তৌহিদ (২৭), মো: আরমান (২৩), মো: জাবেদ (২০) ও মো সাহাব উদ্দিন (২৮)।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আবুল বশর, মো: মোসলেম উদ্দিন, ওসমান গণি।
লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী।
কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড়া দেওয়া হবে না বলেও তিনি জানান ওসি।
তবে আটক অনেকের স্বজনেরা দাবী করেছে- বিনা মামলায় গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। ঘরে ঘরে তল্লাসী চালিয়ে নিরীহ ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।