প্রেস বিজ্ঞপ্তি :

বিগত ৩ ফেব্রুয়ারী কুতুবদিয়া উপজেলার বিভিন্নস্থান থেকে জামায়াত নেতাকর্মীসহ সাধারণ জনগণকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার -০২ আসনের সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।বিবৃতিতে তিনি বলেন, সরকার গদি হারানোর ভয়ে দিশেহারা হয়ে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে।দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা সাজিয়ে জেলে পাঠাচ্ছে।তারই অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলার বিভিন্নস্থান থেকে ৭ জন নিরপরাধ নেতাকর্মীকে আটক করে মিথ্যা ও ভিত্তিহীন কাহিনী দিয়ে মামলা দায়ের করেছে।তিনি অবিলম্বে কল্পিত কাহিনী নির্ভর মিথ্যা মামলা প্রত্যাহার করে আটককৃতদেরকে মুক্তির দাবি জানান।