নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকালে শহরের বড়বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর হুমায়রা বেগম। তিনি মহতি উদ্যোগের জন্য সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সদস্যদের ধন্যবাদ জানান এবং সমিতির অগ্রগতির জন্য সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
সভা শেষে পৌর কাউন্সিলর হুমায়রা বেগম, সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জেবর মুল্লুক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমিতির সাবেক আহবায়ক কমিটির সদস্য মাওলানা ফিরোজ আহমদ ওসমানী, নুরুল কবির চৌধুরী, সাংবাদিক ইমাম খাইর।
সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম চৌধুরী, মো: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বাবুল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ লোকমান, দপ্তর সম্পাদক মো: শাহ আলম, প্রচার সম্পাদক মো: জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোতাহের হোসাইন, সদস্য হামিদুল আজম বকুল, মো. ইউছুপ, আলমগীর হোসেন, মো. নাসির উদ্দিন সুমন, মিজানুর রহমান, রাশেদুল হক রাশেদ। উপস্থিত ছিলেন মো. আইয়ুব সওদাগর, জামাল উদ্দিন সওদাগরসহ মান্যগন্য ব্যক্তিরা। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম।
সাতকানিয়া-লোহাগাড়া সমিতির শীতবস্ত্র বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।