পেকুয়ার উন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে


জালাল আহমদ, ঢাবি থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত পেকুয়ার শিক্ষার্থীদের প্রাণপ্রিয় সংগঠন ‘ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া ( ডুসাপ) এর নবীনবরণ, সংবর্ধনা ও কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা জানান, পেকুয়ার উন্নয়নে সবাই কে এগিয়ে আসতে হবে।এ উন্নয়ন হতে পারে ব্যক্তিগত ও সমষ্টিগত। ব্যক্তি গত উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব।পেকুয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতন করতে হবে।তাই এ ক্ষেত্রে পেকুয়ার শিক্ষিত সচেতন পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়ার কৃতিসন্তান বিসিএস ক্যাডার ( কর) এ. কে. এম. মইনুদ্দিন,ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রভাষক রেজাউল আজিম।ডুসাপের গত সেশনের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওসমান গণির পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাবিতে অধ্যরণরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আবদুল কাদের ফরহাদ কে সভাপতি, সোহরাব হোসাইন কে সাধারণ সম্পাদক এবং এম মোজাহিদ হুসাইন টিটু কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।