প্রেস বিজ্ঞপ্তি :
এশিয়ান টিভির অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে কক্সবাজারের বীরাঙ্গনা আলমাছ খাতুনকে দেশবাসীর নজরে আনায় এশিয়ান টিভিকে সংবর্ধনা দিয়েছেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা এসময় “এশিয়ান টিভি” কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিক ও এশিয়ান কর্তৃপক্ষকে সংবর্ধিত করেছেন তারা। সোমবার (৫ ফেব্রুয়ারী) কক্সবাজার মোটেল লাবণী হল রুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্তাব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন । পরে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন এশিয়ান টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিককে। এছাড়া এশিয়ান টেলিকাস্ট লি: চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি ও বার্তা প্রধান বেলাল হোসেন এর পক্ষ থেকেও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আলীর সভাপতিত্বে ও কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নোমান হোসেন প্রিন্স।
এসময় তিনি বলেন, “স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর্যন্ত অন্ধকারে ঢেকে থাকা বীরাঙ্গনা আলমাছ খাতুনকে যথাযথ মর্যাদা দিতে পারায় এশিয়ান টিভি কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানায়। এছাড়াও এশিয়ান টিভিতে কক্সবাজারসহ সারা দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ধারাবাহিকভাবে তুলে ধরবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্ধকারে থাকা দেশের আলোকিত মানুষগুলোকে তুলে আনবে এ প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি কক্সবাজারের মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন।
এসময় এশিয়ান টিভি কক্সবাজার প্রতিনিধ মোহাম্মদ শফিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা চ্যানেলের মধ্যে অন্যতম হচ্ছে এশিয়ান টিভি। বর্তমান সরকারের উন্নয়ন ও সমস্যা, সম্ভাবনাসহ দেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকা এই টিভির কাজ। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর অন্ধকারে ঢেকে থাকা দেশ রত্ন বীরাঙ্গনা আলমাছ খাতুনকে অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে বের করে জাতির কাছে তুলে দিতে পেরে নিজেকে গর্ববোধ করি। এটা শুধু এশিয়ান টিভি প্রতিনিধি কিংবা কর্তৃপক্ষ সম্মানিত হয়নি। হয়েছে পুরো জাতি। আগামীতেও এশিয়ান টিভিতে এধরনের রিপোর্ট অব্যাহত থাকবে।
এসময় কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আলী বলেন, “এশিয়ান টিভি কর্তৃপক্ষ ও কক্সবাজার প্রতিনিধির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানিত করেছেন তা আমরা আজীবন স্মরন রাখব। পাশাপাশি কক্সবাজারের প্রথম শহিদ ডা:কবির আহম্মদের বিধবা পত্নী বীরাঙ্গনা আলমাছ খাতুনের পাশে দাড়ানোর জন্য জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া এ ধরনের প্রশংসনীয় ও সাহসী ভূমিকা রাখায় জেলা প্রশাসন ও বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্সকে আজীবন কক্সবাজারবাসী স্মরন রাখবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, আলমাছ খাতুনকে দেখে আবেগাপ্লুত হয়ে বলেন, আলমাছ শুধু বীরাঙ্গনা নয়, তিনি গাজী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা বলেও উপাধি দেন। এছাড়া তিনি যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তার জন্য সব ধরনের আইনি কাজ চালিয়ে যাবেন। তিনিও এশিয়ান টিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাংবাদিক মো: আলী জিন্নাত, অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ, মোর্শেদুর রহমান খোকন, আবদুল আলীম নোবেল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ সহ-সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা যথাক্রমে, একে এম মনছুরউল হক, মো: ওয়ারেজ, আনোয়ার হোসেন, মানবাধিকার নেতা দেলোয়ার হোছেন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, সমির পাল, মো: ইয়াকুব, আজম খান, নাজমুল, ফাতেমা আক্তার মাটিনসহ ছাত্রলীগ নেতা সোহেল ও ইউনিটের কর্মিবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।