পেকুয়া প্রতিনিধি:
ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পেকুয়ায় পালিত হয়েছে দৈনিক হিমছড়ির বর্ষপূর্তি অনুষ্ঠান। সোমবার বিকেলে পেকুয়া প্রেস ক্লাবের হলরুমে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ছফওয়ানুল করিমের সভাপতিত্বে ও দৈনিক হিমছড়ির পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও পেকুয়া জঙ্গী এবং সন্ত্রাসবাদ দমন কমিটির সভাপতি এসএম গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, আওয়ামীলীগ নেতা এম কম কামাল, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাষ্টার রিয়াজ উদ্দিন, দৈনিক প্রথম আলো পত্রিকার চকরিয়া পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি নেতা এম দিদারুল ইসলাম, দৈনিক দৈনন্দিন পত্রিকার পেকুয়া প্রতিনিধি এস এম শাহাদাত হোসেন, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এম জোবাইদ, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনচার উদ্দিন, সাবেক এমইউপি জাহাঙ্গীর সাত্তার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এইচ এম নুরুল আবসার, আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমইউপি শফিউল আলম, মোহাম্মদ আজম, শ্রমিক নেতা আলী আহমদ, শ্রমিকদল নেতা মোহাম্মদ ফোরকান, শ্রমিক নেতা আবদুল হামিদ, জিয়াবুল করিম, আনসার উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা দৈনিক হিমছড়ির বস্তুনিষ্ট সাংবাদিকতার ভূয়সি প্রশংসা করেন এবং পেকুয়া উন্নয়ন সম্ভাবনা নিয়ে অতীতের মতো ভতিষ্যতে ভূমিকা রাখার জোরালো আহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দৈনিক হিমছড়ির বর্ষপূর্তির কেক কাটেন।