মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রাতে দারোগা প্রিয় লালের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স কালিয়াইশ এলাকায় অভিযান চালিয়ে জি আর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত মনোরঞ্জন জলদাসের ছেলে দিলীপ জলদাশকে (৪৫) গ্রেফতার করে। অপরদিকে এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জি আর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি পূর্ব গাটিয়া ডেঙ্গা এলাকার জাফর আহমদের ছেলে আহমদ রশিদ ওরফে মধু (৩৫) কে গ্রেফতার করে। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।