সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের প্রবীন ও সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু’র সহধর্মীনি কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের শিক্ষিকা শেলী কণা পালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহম্মদ ন্রুুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদসহ সংগঠনের সকল কর্মকর্তা-সদস্যরা।

শেলি কনা পাল রবিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামস্থ মেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। সাংসারিক জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।

সোমবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশানে শেলী ম্যাডামের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।