নুরুল কবির বান্দরবান:
বান্দরবানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার রাতে সদর,লামা ও আলিকদম উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বান্দরবান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,ও নজির আহাম্মদ(ড্রাইভার) আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাশুক আহমেদ, লামা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, লামা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বুলবুল।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন, আগামী ৮ ফের্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার” রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবী জানান।
আটকের বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামারুজ্জান বলেন বিভিন্ন মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে বিভিন্ন উপজেলা থেকে আটক করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।