মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বুলবুল। এরা সবাই পৌরসভা এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার” রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠে। রায়কে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য তাদেরকে রবিবার দিবাগত রাতে আটক করা হয়।

দলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, নেতা-কর্মীদের মাঝে ভীতির সঞ্চার করতে তাদেরকে আটক করা হয়েছে।

যুব ও ছাত্রদলের ৩ নেতা-কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা লামা থানা হেফাজতে রয়েছে।