প্রেস বিজ্ঞপ্তি :

’বই পড়ি, স্বদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হল ’জাতীয় গ্রন্থাগার দিবস’। সোমবার সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী’র নেতৃত্বে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস হতে শুরু হওয়া এই শোভাযাত্রা কলাতলী মোড় ঘুরে আবার বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে বিশ^বিদ্যালয় হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে গ্রন্থাগারের প্রয়োজনিয়তা অনেক বেশী, জ্ঞানার্জনের ক্ষেত্রে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। তাই আলাদা দিবস গ্রন্থাগার খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক হতে পারে। বক্তারা আরও বলেন, যে জাতি যত বেশী গ্রন্থাগার চর্চাকরেছে বা করছে সে জাতি তত বেশী উন্নত। কারণ গ্রন্থাগার হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন প্রতিষ্ঠান।। বিশ^দ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের প্রক্টর রাজিদুল হক সুমন, ইংরেজী বিভাগের প্রধান আমিনুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো.ফয়সাল, আইন বিভাগের রাজিদুর রহমান, বিবিএ বিভাগের শিক্ষক কাজী নুরে জান্নাত, আদিতা বড়–য়া, তৌাসফ আহমেদ, আইন বিভাগের শিক্ষক নাসরিন সুলতানা, সিএসই বিভাগের শিক্ষক রিপন কান্তি পাল, ধ্রুব জ্যোতি দাশ, আনন্দিব বড়–য়া, ইংরেজী বিভাগের শিক্ষক তাসনিয়া ফারজানা, তামান্না নওরিন প্রমুখ এবং বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।।