ডেস্ক নিউজ:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফর রাজনৈতিক প্রচারণার অংশ নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, হযরত শাহজালাল (র.) এবং হজরত শাহপরান (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে খালেদা জিয়া সিলেট যাচ্ছেন। এখানে অন্য কিছু নেই।

অা.লীগ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, খালেদা জিয়ার সিলেট সফরও নির্বাচনি প্রচারণা কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এক বছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না। এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। কিসের নির্বাচনী প্রচারণা। তবে কোন দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয়। বিএনপি ঘোষণা দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানান তিনি।

সাধারণ নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব মন্তব্য করে খসরু বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি সিলেট সফরে যাচ্ছেন, তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।

এসময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।