শাহিদ মোস্তফা,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে এক টমটম চালককে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। ৪ ফেব্রুয়ারী রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের খামার পাড়ার পশ্চিমে বিসিক সংলগ্ন সিকদার পাড়া সড়কে। সংঘটিত ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঈদগাঁওস্থ একটি হাসপাতালে নিয়ে আসে। ভিকটিম মোর্শেদ আলম ঈদগাঁও ইউনিয়নের মন্ডল পাড়ার ছৈয়দ আলমের পুত্র মোর্শেদ আলম বলে জানা গেছে। জানা যায়, টমটম চালক মোর্শেদকে একই এলাকার জনৈক আবছারের পুত্র ডেকে নিয়ে বর্ণিত স্থানে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে। তবে কি কারণে এ হত্যা চেষ্টাটি চালিয়েছে তাৎক্ষনিক জানা যায়নি। স্থানীয় এমইউপি মোহাম্মদ মিয়া জঙ্গি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঐ সময়ে তার শোর চিৎকার শোনে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেলে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে জানান পুলিশ। ঈদগাঁও পুুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনাটি শোনেছেন বলে জানান।


সাংসদ কমলের মায়ের মৃত্যুতে শোক

সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মীনি ও সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মা বেগম রওশন সরওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সভাপতি নুর ছিদ্দিক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপিসহ অপরাপর নেতৃবৃন্দ। অপরদিকে শোক জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলীসহ অন্যান্য সদস্যরা। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।