খালেদ হোসেন টাপু, রামু:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী এবং বিশিষ্ট চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানার মা।
বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী দীর্ঘদিন বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। মৃত্যকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রেখে গেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় রামু স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী ও সাংসদ কমলের মা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর মৃত্যুর খবরে কক্সবাজার ও রামুতে শোকের ছায়া নেমে আসে।
বিভিন্ন মহলের শোক
॥ রামু ইউপি চেয়ারম্যান সমিতি ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রামু ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
॥ রামু চৌমুহনী বণিক সমিতি ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর এডহক কমিটির সভাপতি তরুন বড়–য়া, সদস্য আবুল কাশেম খান (একে খাঁন) ও আবু তাহের, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মৌলানা মোহছেন শরীফ, সদস্য সাংবাদিক আল মাহমুদ ভূট্টো ও আসাদ উল্লাহ, অফিস সহকারি আবুল কাশেমসহ কর্মচারীবৃন্দ।
॥ খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী এবং সকল শিক্ষার্থীবৃন্দ।
॥ রামু উপজেলা ওলামালীগ ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এবং রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ রামু উপজেলা শাখার উপদেষ্টা কাজী মৌলানা মূফতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিকী, সভাপতি মৌলানা নুরুল আজিম, সাধারণ সম্পাদক মৌলানা জামাল উদ্দিন আনছারী, সহ সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক মৌলানা সাইফুল্লাহ মো. ফোরকান, সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা আবুল ফয়েজ ছিদ্দিকী সহ দলের সকল নেতৃবৃন্দ। সোমবার সকাল ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, খতমে তাহলীল, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
॥ রামু সমিতি ঢাকা ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ রামু সমিতি’র কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
আরো শোক প্রকাশ করেছেন, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, ইন্সটিটিউট অব মিউজিক’রামুর পরিচালক সাংবাদিক এইচ,বি পান্থ, মাছরাঙ্গা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়–য়া, দৈনিক সমকাল এর রামু প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক বাঁকখালীর রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, দৈনিক মানবজমিন এর রামু প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক সাঙ্গুর রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমান প্রমূখ।