মো.ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি :

রামুর গর্জনিয়ার বোমাংখিল গ্রামের আমির আলি চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে বিনামূল্যে শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে শিশুদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমির আলি চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মো.আবু বক্কর।

এসময় তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশন- গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের আওতায়, সহজ ‘কোরআন শিক্ষা’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। এই কার্যক্রমের ফলে গ্রামের শিশুরা সহজেই কোরআন শিখতে পারবে।

অনুষ্ঠানে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন, গর্জনিয়া ইউপির সাবেক নারী সদস্য আয়েশা খানম চৌধুরী, সমাজসেবক ছলিমুল্লাহ চৌধুরী মিন্টু, মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শাহারিয়ার ওয়াহেদ চৌধুরী রাসেল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক মাওলানা ফোরকান আহমদ, কোরআন শিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফেজ মাওলানা শামশুল আলম, গর্জনিয়া ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা আবু হুরাইরা সিকদার, ব্যবসায়ি রশিদ আহমদ সিকদার, ফিরোজ সিকদার, আবদুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।