বিশেষ প্রতিনিধি,সিবিএন

কক্সবাজার জেলার অধীনে পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজে এন,টি,আর,সি এ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ও আই,সি,টি ও কম্পিউটার বিজ্ঞান এক বিষয় নয় অজুহাতে কলেজে যোগদান করতে দেওয়া হয়নাই মর্মে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরনে জানা যায়,গত ০৯/১০/২০১৬ ইং তারিখে প্রকাশিত ফলাফল অনুসারে ঈদগাও নিবাসী রওশন জাহানকে প্রভাষক কম্পিউটার বিজ্ঞান পদে নির্বাচিত করা হয়। এন,টি,আর,সি,এ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে রিকমেন্ডেশন লেটার সহ কলেজে যোগদান করতে গেলে প্রতিষ্ঠান প্রধান জানান,নিয়োগ দেয়া হয়েছে কম্পিউটার বিজ্ঞান কিন্ত আমার কলেজে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিধায় তাকে নিয়োগপত্র দিতে অপারগতা প্রকাশ করেন।গত ২৬/১০/২০১৬ ইং বিষয়টি এন,টি,আর,সি এ অফিসে জানালে একজন পরিচালক টেলিফোনে সরাসরি প্রতিষ্ঠান প্রধান ওবাইদুর রহমানের সাথে কথা বলেন এবং রওশন জাহানকে নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করেন।

এরপর বিষয়টি নিয়ে বারবার অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলেও বিভিন্ন তালবাহানা করতে থাকে এমনকি এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত প্রার্থীকে নিয়োগ না দিয়ে,জনৈক বিশ্বজিতকে প্রভাষক হিসেবে নিয়োগ করে।

বিষয়টিতে প্রতিষ্ঠান প্রধান ওবাইদুর রহমানের মতামত গ্রহনের জন্য বার বার ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় সম্ভব হয়নাই।